আইসিসির সতর্কবার্তার পরই বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, অধিনায়ক সলমন আঘা

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেও শেষ মুহূর্তে দল ঘোষণা করল পাকিস্তান। অধিনায়ক সলমন আঘা, বাদ পড়লেন রিজওয়ান ও রউফ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। বাংলাদেশের বাদ পড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, পাকিস্তানও একই পথে হাঁটতে পারে। তবে আইসিসির কড়া সতর্কবার্তার পরই শেষ মুহূর্তে দল ঘোষণা করে দিল পিসিবি।

ঘোষিত পাকিস্তান দলে অধিনায়ক হয়েছেন সলমন আঘা। বাবর আজমকে রাখা হলেও বাদ পড়েছেন মহম্মদ রিজওয়ান ও হ্যারিস রউফ। দলে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, ফকর জামান, নাসিম শাহ-সহ আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার।

বিশ্বকাপ সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান। ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একই গ্রুপে রয়েছে তারা।

বিশ্লেষকদের মতে, দল ঘোষণা করে পাকিস্তান বোঝাতে চাইছে তারা বিশ্বকাপে খেলতে প্রস্তুত। তবে সরকারের অনুমোদনই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে। ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে—বাংলাদেশের মতো পাকিস্তানও কি শেষ মুহূর্তে সরে দাঁড়াবে, নাকি মাঠে নামবে।

About The Author