পাকিস্তানে ভেঙ্গে পড়ল ইমরানের সরকার। মধ্য রাতে আস্থা ভোটে হার ইমরান খানের। ভোটে হেরেই দেশ ছাড়লেন ইমরান। পাকিস্তানের জাতীয় অধিবেশনে ইমরানের বিরুদ্ধে আস্থা ভোটে ১৭৪টি রেকর্ড জমা পড়েছে। এভাবেই ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হল। ভোটে হেরেই হেলিকপটারে চেপে দেশ ছাড়লেন প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে ঘোষণা করে পাক সুপ্রিম কোর্ট। শুক্রবার রাতে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী। শনিবার মধ্যরাতে অনাস্থা ভোট শুরু হওয়ার আগেই ইস্তফা দেন ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার এবং ডেপুটি স্পিকার। এদিকে, ন্যাশনাল অ্যাসেম্বলি ছেড়ে বেরিয়ে আসেন শাসক দল তেহরিক-এ-ইনসাফের সাংসদেরা। নতুন নির্বাচিত স্পিকারের পরিচালনায় হয় আস্থা ভোট। ইমরানের বিরুদ্ধে মোট ১৭৪টি ভোট পড়ে এবং এভাবেই শেষ হল ইমরানের পাক শাসন। ভোটে হেরেই দেশ ছেড়েছেন ইমরান খান।
Imran Khan loses no-confidence motion, ousted as Pakistan PM
Read @ANI Story | https://t.co/MfbnSBzOsR#ImranKhan #Pakistan #NoconfidenceVote #noconfidencemotion #PakistanPoliticalCrisis #ImranKhanloses pic.twitter.com/BtOLliEAoL
— ANI Digital (@ani_digital) April 9, 2022