পাকিস্তানের সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকে ঘিরে নতুন বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া। এই ঘটনার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিক আবসা কোমল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে প্রশ্ন করেন। ইমরানকে তিনি জাতীয় নিরাপত্তার হুমকি, দেশবিরোধী এবং দিল্লির হাতের পুতুল বলে অভিযুক্ত করেছিলেন।
সেই প্রসঙ্গেই সাংবাদিক প্রশ্ন করলে সেনার মুখপাত্র ব্যঙ্গ করে বলেন ইমরান একজন জেহনি মরিজ অর্থাৎ মানসিক রোগী। এরপরই তিনি হালকা হাসি দিয়ে সাংবাদিককে চোখ মারেন। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেছেন সেনার পোশাক পরে এমন অঙ্গভঙ্গি অত্যন্ত অপেশাদার। কেউ কেউ মন্তব্য করেছেন এটি পাকিস্তান সেনার পেশাদারিত্বের অভাবের স্পষ্ট প্রমাণ। গত কয়েক মাসে আহমেদ শরিফ চৌধুরী পাকিস্তান সেনার পরিচিত মুখ হয়ে উঠেছেন। ভারতবিরোধী মন্তব্যের জন্য তিনি আগেই আলোচনায় এসেছিলেন। এবার সাংবাদিককে চোখ মারা নিয়ে তাঁর আচরণ নতুন করে সমালোচনার ঝড় তুলেছে।

