নানান থিমে সেজেছে ছোটদের পাহাড়, কোথাও কেদারনাথ, কোথাও আবার পুরুলিয়া কিম্বা দার্জিলিং পাহাড়। এমনই ছবি উঠে এল রাজগঞ্জের পাহাড় বানাও প্রতিযোগিতায়। রাজগঞ্জের বিবেকানন্দ চ্যারিটেবল ইউনিটের তরফে প্রতিবারের মতই এবছরও পাহাড় বানাও প্রতিযোগিতায় সামিল হয়েছিল রাজগঞ্জ, ফাটাপুকুর এবং তার পার্শ্ববর্তী এলাকার শিশু-কিশোরেরা। বুধবার কালীপূজার আগের দিন সন্ধ্যায় পাহাড় পরিদর্শনে বের হল বিচারকেরা।
উদ্যোক্তাদের তরফে দিপঙ্কর দে জানান, ২০০৯ সালে শুরু হয় এই প্রতিযোগিতা। এখনও সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাচ্চাদের সৃজনশীল মনোভাবকে উৎসাহ দিতে তারা এমন প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। এবারে হাশিখুশি ক্লাব এবং রায় নোটবুক এই উদ্যোগে পাশে ছিলেন। এবং প্রতিবারের মতই মিডিয়া পার্টনার হিসেবে এই উদ্যোগে সঙ্গে রয়েছে RNF রাজগঞ্জ।
এবারের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে আগামী অর্থাৎ শুক্রবার ৫ তারিখে। বিকেল ৪টায় রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির পুজো প্রাঙ্গনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পাহাড় বানাও প্রতিযোগিতার কীর্তিমানদের পুরস্কার দেওয়া হবে।

