পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ তালিকায় বাংলার আরও ১০ জন

২০২৬ সালের পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। সাধারণতন্ত্র দিবসের প্রাক-সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৩১ জনকে পদ্ম সম্মানে ভূষিত করার অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী সম্মান পেয়েছেন।

বাংলা থেকে এ বছর পদ্মশ্রী সম্মান পেয়েছেন মোট ১১ জন। তাঁদের মধ্যে অন্যতম বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে তিনি বাংলা চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর নাম ঘোষণার পর চলচ্চিত্র মহলে আনন্দের ঢেউ উঠেছে।

এছাড়া তালিকায় রয়েছেন বাংলার আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, শিল্প, সাহিত্য, সমাজসেবা ও চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য তাঁদের পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এ বছর ৯ জন মহিলা পদ্ম সম্মান পেয়েছেন এবং ১৬ জনকে মরণোত্তর পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে।

অন্যদিকে, প্রয়াত বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়েছে। তাঁর জনপ্রিয় চরিত্র ‘শোলে’র বীরু আজও দর্শকের মনে অমর হয়ে আছে। ২০২৬ সালের পদ্ম পুরস্কারের তালিকায় বাংলার ১১ জনের নাম ঘোষণা হয়েছে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী সম্মান পেয়েছেন, রাজ্যে গর্বের আবহ।

About The Author