“২ কোটি চাকরি কই?”, মোদীর জন্মদিনে ‘বেকারত্ব দিবস’ পালন বিরোধীদের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে যখন সরকার ‘সেবা পক্ষ’ কর্মসূচির মাধ্যমে তাঁর ভাবমূর্তি তুলে ধরছে, ঠিক তখনই বিরোধী শিবিরে পালিত হল ‘জাতীয় বেকারত্ব দিবস’।

ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস ২০২১ সাল থেকে এই দিনটিকে বেকারত্ব দিবস হিসেবে পালন করে আসছে। এদিন দিল্লির রাইসিনা রোডে আয়োজিত প্রতিবাদে দেখা গেল কালো বেলুন, চা-পকোড়ার স্টল— যা মোদীর ২০১৮ সালের বিতর্কিত মন্তব্যের প্রতীক, যেখানে তিনি বলেছিলেন, “পকোড়া বিক্রেতাও কর্মসংস্থানের অংশ।”

ইয়ুথ কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব মোদীকে কটাক্ষ করে বলেন, “ভোট চোর, চাকরি চোর।” তাঁর দাবি, ২০১৪ সালে মোদী বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার ভিত্তিতে ২২ কোটি চাকরি হওয়ার কথা। অথচ বাস্তবে ২৪ কোটি আবেদন জমা পড়েছে, কিন্তু চাকরি নেই।

সরকারি তথ্য অনুযায়ী, আগস্টে বেকারত্বের হার ছিল ৫.১%, তবে শহুরে যুবসমাজে প্রায় প্রতি পাঁচজনের একজন বেকার। বিশেষ করে তরুণীদের মধ্যে এই হার ২৬% ছুঁয়েছে।

এই প্রতিবাদের সঙ্গে যুক্ত হয়েছে বিহারের ভাগলপুরে ১,০৫০ একর জমি আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার অভিযোগ, যেখানে “ডাবল লুট”— অর্থাৎ জমি ও বিদ্যুৎ— নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস।

About The Author