নয়াদিল্লি: ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) অনুমোদিত পাঠ্যবইয়ে এবার ঠাঁই পেতে চলেছে ‘অপারেশন সিঁদুর’।
তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য অন্তর্ভুক্ত হতে চলেছে একটি অধ্যায়, যাতে থাকবে ভারতীয় সেনার কৌশলগত অভিযান, জাতীয় নিরাপত্তা এবং কূটনীতি সংক্রান্ত নানা দিক।
সূত্রানুযায়ী, এই অধ্যায়টি হবে ৮-১০ পাতার, যেখানে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গিহানার পর ভারতীয় সেনার পালটা পদক্ষেপ তুলে ধরা হবে—পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করার নেপথ্য কাহিনি।
পাশাপাশি, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনা, বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয়, কূটনৈতিক অগ্রগতি—সব মিলিয়ে থাকছে একটি বিস্তৃত আঙ্গিক।
আগামী সপ্তাহেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ১৬ ঘণ্টার সংসদীয় আলোচনা নির্ধারিত রয়েছে। লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই এই প্রসঙ্গে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যদিও তিনি ব্যক্তিগতভাবে ভাষণ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়, কিন্তু রাজনৈতিক মহলের মতে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর বক্তব্য প্রকাশের সম্ভাবনা প্রবল।
- NCERT অনুমোদিত পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হতে চলেছে ‘অপারেশন সিঁদুর’—সেনার অভিযান, নিরাপত্তা ও কূটনীতির পাঠ পড়ুয়াদের জন্য। বিস্তারিত সংসদীয় আলোচনাও নির্ধারিত।