সেনা অভিযানে প্রাণ হারাল তিন সন্দেহভাজন জঙ্গি। সেনা সূত্রে দাবি, নিহতদের মধ্যে রয়েছে পহেলগাঁও হামলার ‘মাস্টারমাইন্ড’ সুলেমান ওরফে হাসিম মুসা।
শ্রীনগরঃ জম্মু ও কাশ্মীরের দাচিগাম জঙ্গলে সোমবার সকাল থেকে শুরু হওয়া যৌথ অভিযানে প্রাণ হারাল তিন সন্দেহভাজন জঙ্গি। সেনা সূত্রে দাবি, নিহতদের মধ্যে রয়েছে ২০২৫-এ পহেলগাঁও হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত সুলেমান ওরফে হাসিম মুসা। যিনি আগে পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন বলে গোয়েন্দা সূত্রের দাবি।
ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর প্রথমে তাদের সরকারি অ্যাকাউন্টে জানায় যে লিদওয়াসে ‘অপারেশন মহাদেব’ চালু হয়েছে। পরে বিবৃতিতে তারা জানায়, তিন জঙ্গি নিহত হয়েছে। অভিযান এখনও চলছে বলে জানা গিয়েছে।
সোমবার সকাল ১১টা নাগাদ দাচিগামে যৌথ অভিযানে নামে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। তার আগে গুলির শব্দ ও সন্দেহজনক গতিবিধির খবর পাওয়া গিয়েছিল। সংঘর্ষের পর নিহতদের নাম জানা যায়—লশকর-এ-ত্যায়বার জঙ্গি মুসা ছাড়াও দুই জঙ্গি আবু হামজ়া এবং ইয়াসির। তিনজনের কেউই ভারতের নাগরিক নন বলে সেনা সূত্রের দাবি।
তদন্তকারীরা নিহতদের সনাক্তকরণের চেষ্টা করছেন। ড্রোনে সংঘর্ষস্থলের ছবি তোলা হয়েছে এবং সম্প্রতি গ্রেফতার দুই সন্দেহভাজনের সঙ্গে সেগুলি মিলিয়ে দেখা হবে। সূত্র বলছে, সম্প্রতি প্রায় ১৫০ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে এ দেশে অনুপ্রবেশ করেছে এবং তারা ওই অঞ্চলেই আত্মগোপন করে রয়েছে।