One Nation One Election Bills: বিরোধিতার মধ্যেই লোকসভায় পাশ ‘এক দেশ, এক ভোট’ বিল

লোকসভায় প্রবল বিরোধিতার মধ্যেই পাশ হল ‘এক দেশ, এক ভোট’ বিল। বিলের পক্ষে ভোট পড়ে ২৬৯টি, বিপক্ষে ১৯৮টি। পাশাপাশি ধ্বনি ভোটও হয় লোকসভায়।

মঙ্গলবার সংসদে দুপুর ১২টায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। ওয়ান নেশন, ওয়ান ইলেকশন বিল নিয়ে আলোচনার পর পাসের জন্য প্রথমবারের মতো লোকসভায় ইলেকট্রনিক ভোটিং হয়। বিলের পক্ষে বেশি ভোট পড়ে। বিলের পক্ষে মোট ২২০টি এবং বিপক্ষে ১৪৯টি ভোট পড়ে। মোট ৩৬৯ জন সদস্য তাদের ভোট দিয়েছেন।

বিলের বিরোধিতায় সরব হন ইন্ডিয়া জোটের সাংসদদের। চড়া সুরে বিলটির বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস। বিলটি লোকসভায় পেশ হওয়ার পর বিলের বিরোধিতায় সরব হন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। তিনি বলেন, এই পদ্ধতি গণতন্ত্রের মূল ভাবনার পরিপন্থী। পাশাপাশি সপা সাংসদ ধর্মেন্দ্র যাদব বলেন, যারা একসঙ্গে ৮ রাজ্যে বিধানসভা নির্বাচন করাতে পারছে না, তারা কোন মুখে গোটা দেশে একসঙ্গে নির্বাচনের কথা বলে। এর পর বক্তব্য রাখতে উঠে এই বিলের বিরুদ্ধে বিজেপিকে নিশানা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কড়া সুরে তিনি বলেন, ‘দেশ নয়, এই বিলের আসল উদ্দেশ্য এই ব্যক্তির স্বার্থরক্ষা। নিজেদের ফায়দা খুঁজতে অন্যায়ভাবে এই বিল আনা হচ্ছে। বিলটিকে সংবিধানের মূল কাঠামোর বিরোধী বলেও অভিযোগ করেন কল্যাণ।

About The Author