সীমান্তে BSF-র গুলিতে নিহত বাংলাদেশী ‘গরু পাচারকারী’

রাজগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-র গুলিতে নিহত এক বাংলাদেশী ‘গরু পাচারকারী’। জলপাইগুড়ি রাজগঞ্জের ভাঙ্গামালি সীমান্তের ঘটনা।

জানা গেল, রাতের অন্ধকারে বালাসন বিওপি সীমান্তে কাঁটাতার কেটে গরু পাচারের চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশী ‘দুষ্কৃতী’। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এরপরই পরপর দশ রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় এক বিএসএফ জওয়ান। সেখানেই একজনের মৃত্যু হয়েছে। মৃত বাংলাদেশীর দেহ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে শেষ খবর। সেখানে বিএসএফ-র উচ্চ আধিকারিকেরাও যান।

জানা গেল, শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে একদল দুষ্কৃতি সীমান্তের কাঁটাতার কেটে এপারে আসে। সেই সময় ভাঙ্গামালি এলাকায় বিএসএফ-র গুলিতে নিহত হয় আলামিন নামের ওই বাংলাদেশী যুবক।

About The Author