রাজগঞ্জ: কাজের সূত্রে মেয়েকে সঙ্গে নিয়ে সিকিমে থাকতেন রাজগঞ্জের মমতাজ-উদ্দিন। সিকিমের ভয়াবহ বিপর্যয়ে শতাধিক মানুষের মতই নিখোঁজ হয়ে গিয়েছেন তিনিও। কোনও খোঁজ না পেয়ে অসীম সমস্যায় সিকিমে আটকে মেয়ে। পরিবারের সঙ্গে যোগাযোগেরও কোনও উপায় নেই।
রাজগঞ্জে সুখানি অঞ্চলের সাউদাভিটা গ্রামে তাঁদের পরিবার এখন চিন্তায় দিন কাটাচ্ছেন। মমতাজ-উদ্দিন কয়েক বছর থেকে কর্মসূত্রে সিকিমের সিংথামে থাকেন। তার মেয়ে সেখানে থেকে পড়াশোনা করে। মঙ্গলবার রাতে বিপর্যয় ঘটে সিকিমে। হড়পা বানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘরবাড়ি। জায়গায় জায়গায় রাস্তায় ধস নামায় বিচ্ছিন্ন যোগাযোগ। নিখোঁজ শতাধিক মানুষ। রাজগঞ্জের মমতাজউদ্দিনেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা সেখানে পৌঁছাতেও পারছেন না। একইভাবে ব্যক্তির মেয়েও বাড়িতে ফিরতে পারছে না। এক আত্মীয় বলেন, মমতাজ-উদ্দিনের মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে। সে একা সেখানে দিশেহারা হয়ে পড়েছে। এই ব্যাপারে প্রশাসনের সাহায্য চাইছেন তাঁরা।