ওড়িশার পূরী জেলায় রেলব্রিজে রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার বিকেলে চন্দনপুর থানার অন্তর্গত জানকাদেবপুর রেলওয়ে স্টেশনের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
মৃতের নাম বিশ্বজিৎ সাহু, বয়স ১৫, পূরীর মঙ্গলাঘাট এলাকার বাসিন্দা। জানা গেছে, মা-র সঙ্গে দক্ষিণকালী মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে বন্ধুদের সঙ্গে রেললাইনের ধারে দাঁড়িয়ে Instagram রিল বানাচ্ছিল সে।
ভিডিওতে দেখা যায়, বিশ্বজিৎ নিজের মোবাইলে রেকর্ডিং করছিল, আর পেছন থেকে দ্রুতগতির ট্রেন আসছিল। হঠাৎ ট্রেনের হাওয়া মোবাইল ছিটকে ফেলে দেয়, এবং মুহূর্তেই ট্রেনের ধাক্কায় বিশ্বজিৎ ছিটকে পড়ে।
স্থানীয়রা উদ্ধার করতে ছুটে আসেন, কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। Government Railway Police (GRP) দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রশাসন ও রেল কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে, এবং সোশ্যাল মিডিয়া আসক্তি ও বিপজ্জনক রিল বানানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।