ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি ভেবে গণপিটুনিতে নিহত হলেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানা। ঘটনায় আরও দুইজন গুরুতর আহত, এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
বুধবার রাতে স্থানীয় একটি চায়ের দোকানে বাংলায় কথা বলার কারণে তাঁকে বাংলাদেশি ভেবে একদল দুষ্কৃতী আক্রমণ করে। গুরুতর মারধরের পর ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বয়স মাত্র ২১ বছর। তিনি মুর্শিদাবাদের সুতি ১ ব্লকের বাসিন্দা। একই ঘটনায় আরও দুই শ্রমিক, আরিক শেখ ও পলাশ শেখ, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৈধ পরিচয়পত্র দেখানোর পরও তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে বেধড়ক মারধর করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর পশ্চিমবঙ্গের মন্ত্রী আখরুজ্জামান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ডবল ইঞ্জিন সরকারের রাজ্য ওড়িশায় বাঙালি মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। বিজেপি বাংলা বিরোধী, বিশেষ করে মুসলিম বিরোধী।” তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “যাঁর মৃত্যু হয়েছে, তিনি কি ফিরে আসবেন? জবাব দিক বিজেপি।”

