রায়গড়া: সামাজিক প্রথা ভেঙ্গে ভাই-বোনে ‘প্রেম করে বিয়ে’ করায় এক যুবক-যুবতীর উপর নেমে এল নিষ্ঠুরতার চূড়ান্ত প্রতিচ্ছবি।
সমাজের প্রচলিত নিয়মকে অমান্য করার শাস্তি হিসেবে প্রতীকী লাঙ্গলে বেঁধে মাঠে ঘোরালেন গ্রামবাসীদের একাংশ। ভিড় পড়ল এই দৃশ্য দেখতে। অনেকেই মোবাইলে সেই ছবি ধারণ করেছেন।
জানা গেল, নিজেদের আত্মীয়দের মধ্যে বিয়ে করায় স্থানীয়দের ক্ষোভের শিকার হন ওই যুগল। তাদের জনসমক্ষে লাঙ্গলের মতো বাশের কাঠামোতে বেঁধে মাঠে ঘোরানো হল। ওড়িশার রায়গড়া জেলার কান্জামাঝিরা গ্রামের ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের মোবাইল ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, একটি জমির মধ্যে প্রথমে দুজনের গলায় কাঠামো বেঁধে দিয়ে ওই যুগলকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের পিঠে বারবার আঘাতও করছে দুই যুবক। দেখুন ভিডিও —
পরে তাদের গ্রামের মন্দিরে নিয়ে গিয়ে তথাকথিত ‘শুদ্ধিকরণ’ করা হয় বলে জানা যাচ্ছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
স্থানীয় প্রথা অনুযায়ী, একজন ব্যক্তির পিতার বোনের ছেলের সঙ্গে বিয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। এই তথাকথিত ‘পাপ’ শুদ্ধ করতে এমন অমানবিক কাণ্ড ঘটানো হয়েছে বলে জানা গেছে।
রায়গড়া জেলার পুলিশ সুপার এস.স্বাতি কুমার জানান, “ঘটনার তদন্তে একটি পুলিশের একটি টিম ওই গ্রামে গিয়েছিল। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।”
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও একই জেলার ৪০ সদস্যের একটি পরিবারকে ‘শুদ্ধিকরণ’ রীতিতে মাথা মুড়িয়ে শাস্তি দেওয়া হয়, কারণ পরিবারের এক সদস্য অন্য জাতের মানুষের সঙ্গে বিয়ে করেছিলেন।