করোনার জেরে দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল ওড়িশায়

উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিল (সিএইচএসই) কর্তৃক পরিচালিত দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের ঘোষণাও করেছে ওড়িশা সরকার। শুক্রবার দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওডিশার শিক্ষা দপ্তর। শুক্রবার ওডিশার কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (সিএইচএসই)-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে।

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক জানিয়েছেন, পরীক্ষার চেয়ে পড়ুয়াদের জীবন অনেক বেশি মূল্যবান। এখনও পর্যন্ত ওডিশায় ৭ লক্ষ ৯০ হাজার ৯৭০ জনের সংক্রমণ ধরা পড়েছে। ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৮ হাজার ৮৩৯ জন। এখনও পর্যন্ত সেখানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭৩ জনের। ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে।

 

About The Author