কলকাতা: শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি তুলে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
রবিবার শিয়ালদা স্টেশনে এসি ট্রেনের উদ্বোধনে গিয়ে দাবি সুকান্তর। তিনি প্রস্তাব দিয়েছেন, স্টেশনটির নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিয়ালদহ টার্মিনাস করা হোক, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং শরণার্থী শিবিরের তত্ত্বাবধান করেছিলেন।
তিনি বলেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব গেলে কেন্দ্র তা অনুমোদন করতে পারে। এতে ওপার বাংলা থেকে আসা লক্ষ লক্ষ মানুষের প্রতি সম্মান জানানো হবে।” এই প্রস্তাব তিনি দেন শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে।
তবে এই দাবির বিরোধিতা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও মুখপাত্র অরূপ চক্রবর্তী। তাঁদের মতে, শ্যামাপ্রসাদের সঙ্গে শিয়ালদহ স্টেশনের সরাসরি কোনও সম্পর্ক নেই। বরং স্বামী বিবেকানন্দ-এর নামকরণ হওয়া উচিত, কারণ তিনি শিকাগো ধর্মসভা থেকে ফিরে শিয়ালদহ স্টেশনেই প্রথম পা রেখেছিলেন।