প্রবল বৃষ্টিতে ভাঙল দুধিয়া সেতু, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

শিলিগুড়ি: উত্তরবঙ্গের পাহাড়ি জনপদে আবারও প্রকৃতির রুদ্ররূপ। টানা বৃষ্টির জেরে দার্জিলিং জেলার দুধিয়া সেতু ভেঙে পড়েছে, ফলে শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন।

শনিবার রাতভর মুষলধারায় বৃষ্টির ফলে লোহার সেতুর একাংশ ধসে পড়ে। এই সেতুই ছিল পাহাড়ের সঙ্গে সমতলের গুরুত্বপূর্ণ সংযোগপথ।

মিরিকের বিস্তীর্ণ অঞ্চলে ধস নামায় পরিস্থিতি আরও জটিল। ইতিমধ্যে মিরিকের একটি বস্তিতে ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে দুই বাসিন্দার। বিজনবাড়ির পুলবাজারেও রাস্তা ভেঙে পড়ায় বহু পর্যটক আটকে পড়ার আশঙ্কা।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জুড়ে জারি হয়েছে কমলা সতর্কতা, আলিপুরদুয়ারে লাল সতর্কতা। তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ একাধিক পাহাড়ি নদীর জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে।

পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য এই দুর্যোগ বড়সড় বিপদ ডেকে এনেছে। আপাতত দার্জিলিং-সিকিমে বৃষ্টি কিছুটা কমলেও আগামী ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে, তবে দুধিয়া সেতু পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত শিলিগুড়ি-মিরিক পথে যাতায়াত অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

About The Author