নবী দিবসের র‍্যালিতে গাদাগাদি ভিড়ে ভেঙে পড়ল সাউন্ড বক্স, আহত ৪০

শিলিগুড়ি: ইদে মিলাদুন্নবীর আনন্দে ভাসছিল শিলিগুড়ি। শহরের রাস্তায় ভিড়, উৎসবের উচ্ছ্বাস। ঝংকার মোড়ে সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় আতঙ্কে।

শোভাযাত্রার মাঝে হঠাৎ ভেঙে পড়ে সাউন্ড বক্স ও ট্রাসের কাঠামো। গাদাগাদি ভিড়ে চাপা পড়েন বহু মানুষ।

নবী দিবসের শোভাযাত্রার মাঝে হঠাৎ ভেঙে পড়ে সাউন্ড বক্স, গাদাগাদি ভিড়ে চাপা পড়েন অনেকেই। শিলিগুড়ির ঝংকার মোড়ের ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে শুরু হয় চিৎকার, ছোটাছুটি। আতঙ্কে আহত হন আরও অনেকে।

সবচেয়ে গুরুতর চোট পায় এক শিশু, যাকে তড়িঘড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, প্রায় ৪০ জন কমবেশি আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের অভিযোগ, এত বড় শোভাযাত্রার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। তাঁদের দাবি— “উৎসব হোক আনন্দের, কিন্তু নিরাপত্তা ছিল না পর্যাপ্ত।”

About The Author