কোনও বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, নোটিশ নির্বাচন কমিশনের

কলকাতা: পঞ্চায়েত ভোটে কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত নির্বাচনে বুথ সামলাবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। নোটিশ দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী এলাকায় রুট মার্চ করা, অভয়দান করা, ঝামেলা হলে পরিস্থিতি সামাল দেওয়া ইত্যাদি দায়িত্ব সারবে কেন্দ্রীয় বাহিনী। এমনকি নাকা তল্লাশিও করতে পারে কেন্দ্রীয় বাহিনী তবে কোনও বুথে থাকবে না সেন্ট্রাল ফোর্স‌। এমনটাই নোটিশ দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এরফলে কার্যত বিরোধীদের দাবি খারিজ করে দেওয়া হল। এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।

রাজ্য পুলিশ দিয়েই বুথ সামলাবে কমিশন। বুথ সামলাবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। রাজ্য নির্বাচন কমিশন মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল। সেখানে প্রথম দফায় ২২ এবং দ্বিতীয় দফায় ৩১৫ কোম্পানি মিলিয়ে মোট ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

About The Author