নিয়োগের দাবিতে ফের পথে TET উত্তীর্ণরা, করুণাময়ীতে বিক্ষোভ, আটক বহু

কলকাতা: ২০২২ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এখনও নিয়োগ হয়নি। ফল প্রকাশের পর কেটে গেছে বহু মাস, কিন্তু ইন্টারভিউয়ের কোনও বিজ্ঞপ্তি নেই। মঙ্গলবার সেই ক্ষোভ নিয়েই ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে পর্ষদের অফিস পর্যন্ত পদযাত্রার পরিকল্পনা ছিল তাঁদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে পথে নামেন আন্দোলনকারীরা।

কিন্তু করুণাময়ীতে জমায়েত শুরু হতেই পুলিশ তাঁদের আটক করে। অনুমতি না থাকার কারণেই মিছিল থামিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এরপরই শুরু হয় ধস্তাধস্তি, উত্তেজনা। একাধিক চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ।

এক চাকরিপ্রার্থীর ক্ষোভ, “বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কোনও ফলশ্রুতি নেই। আমরা ইন্টারভিউয়ের দিন চাই। সেই বিজ্ঞপ্তি কবে আসবে, জানতে এসেছি।”

এক দৃষ্টিহীন চাকরিপ্রার্থীর আবেদন, “আমাদের ডিএলএড ট্রেনিং শেষ। আমরা টেট পাস করে বসে আছি। আর অপেক্ষা করতে পারছি না। এবার ইন্টারভিউয়ের নোটিশ চাই।”

চাকরিপ্রার্থীদের হুঁশিয়ারি, এবারও যদি নিয়োগ না হয়, তাহলে ভবিষ্যতে অভিভাবকদের সঙ্গে নিয়ে পথে নামবেন তাঁরা। বাঁকুড়া থেকে আসা এক আন্দোলনকারী বলেন, “২০১৭ সালের পর কোনও নিয়োগ হয়নি। ৫০ হাজার শূন্যপদ রয়েছে। আমরা দু’বছরেরও বেশি সময় আগে পাস করেছি। আর কতদিন অপেক্ষা করব?”

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কারণেই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে।

About The Author