শিক্ষিত বেকাররা পাবেন মাসিক ১০০০ টাকা ভাতা! ঘোষণা বিহার সরকারের

পাটনাঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবার রাজ্যের বেকার যুবসমাজের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। ‘মুখ্যমন্ত্রী স্ব-সহায়তা ভাতা প্রকল্প’-এর আওতায় এবার থেকে স্নাতক পাস বেকার তরুণ-তরুণীরাও প্রতি মাসে ₹১,০০০ করে ভাতা পাবেন। আগে এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্যই সীমিত ছিল।

নতুন নিয়ম অনুযায়ী, ২০ থেকে ২৫ বছর বয়সী এমন যুবক-যুবতীরা যারা বর্তমানে পড়াশোনা করছেন না, কোনো চাকরিতে নিযুক্ত নন কিংবা স্বনিযুক্তও নন, তারা এই ভাতা পাবেন সর্বোচ্চ দুই বছর পর্যন্ত।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই আর্থিক সহায়তা যুবসমাজকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিতে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তাঁর কথায়, “এই দূরদর্শী উদ্যোগের মাধ্যমে রাজ্যের শিক্ষিত যুবসমাজ স্বনির্ভর ও দক্ষ হয়ে উঠবে এবং তারা রাজ্য ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এই ঘোষণাকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে তরুণ ও প্রথমবারের ভোটারদের প্রতি বড়সড় বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে ১৬.০৪ লাখ নির্মাণ শ্রমিকের অ্যাকাউন্টে প্রত্যেককে ₹৫,০০০ করে সহায়তা প্রদান করেছেন ‘বার্ষিক পোশাক সহায়তা প্রকল্প’-এর আওতায়।

About The Author