রোজগার মেলার মাধ্যমে চাকরির নিয়োগপত্র তুলে দিতে রাজগঞ্জে নিশীথ প্রামাণিক

রাজগঞ্জ: কেন্দ্রের রোজগার মেলার মাধ্যমে দেশজুড়ে ৭১ হাজার কর্মপ্রার্থীদের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল মঙ্গলবার। রাজগঞ্জে রাধারবাড়ি বিএসএফ ক্যাম্পে ২০০ জনের হাতে নিয়োগ পত্র তুলে দিতে হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফে দেশজুড়ে ৪৫টি জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি কেন্দ্রের সঙ্গে জুড়েন। এদিন, সবমিলিয়ে ৭১ হাজার কর্মপ্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে শিলিগুড়ি সংলগ্ন রাধারবাড়ি সেক্টর বিএসএফ হেডকোয়ার্টারে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি প্রায় ২০০ জন জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেন। মঙ্গলবার অনুষ্ঠানে ছিলেন বিএসএফের নর্থ বেঙ্গল ফান্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অজয় সিং এবং বিএসএফের অন্য আধিকারিকেরা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, সরকারি বা বেসরকারি, দুই ক্ষেত্রেই দেশে কাজের সুযোগ বাড়ছে। সৃজন এবং গবেষণার মাধ্যমে নিজেকে বিকশিত করা সম্ভব। কেন্দ্রের প্রকল্পের সুযোগ নিয়ে কাজের ব্যাপারে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। নিশীথ প্রামাণিক বলেন, দেশের যুবসমাজের বেকারত্ব দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার। প্রধানমন্ত্রী মোদী দেশের ১০ লক্ষ যুবক যুবতীদের চাকরি দেওয়ার কথা বলেছেন। গত মাসে রোজগার মেলার মাধ্যমে প্রায় ৭৫ হাজার চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে। আজও প্রায় ৭১ হাজার যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।

About The Author