জাতীয় স্বার্থে রুশ তেল কেনা অব্যাহত থাকবে— জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ট্রাম্পের শুল্ক চাপের মাঝেও ভারতের অবস্থান স্পষ্ট।

নয়াদিল্লি: রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্কের মাঝেই ভারতের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, “জাতীয় স্বার্থে যা প্রয়োজন, তা নিশ্চয়ই কিনব। রুশ তেল আমাদের প্রয়োজন মেটায়, তাই কেনা অব্যাহত থাকবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রুশ তেল কেনার জন্য দায়ী করে ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছেন। সেই আবহেও স্পষ্ট মন্তব্য নির্মলা সিতারমনের।

ট্রাম্পের দাবি, ভারত রাশিয়ার যুদ্ধ অর্থায়নে পরোক্ষভাবে ভূমিকা নিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আরও কঠোর “ফেজ-২” ও “ফেজ-৩” শুল্ক আসতে পারে।

অর্থমন্ত্রী জানিয়েছেন, GST সংস্কারের ফলে অনেক শুল্ক সমস্যা মিটবে। পাশাপাশি, যেসব শিল্প এই শুল্কে ক্ষতিগ্রস্ত হবে, তাদের জন্য সহায়তা প্যাকেজও আসছে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, এই অবস্থান ভারতের কৌশলগত স্বাতন্ত্র্য ও শক্তিশালী অর্থনৈতিক অবস্থানকে তুলে ধরে। রুশ তেল কেনা নিয়ে ভারতের অবস্থান যে আপসহীন, তা স্পষ্ট করে দিলেন নির্মলা সীতারামন।

About The Author