মমতার পদত্যাগ চেয়ে সুর চড়ালেন নির্ভ‌য়ার মা, ‘মনে হচ্ছে যেন ২০১২-তেই আমরা আছি’

কলকাতায় চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশজুড়ে উত্তাল পরিস্থিতি। রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে মমতা সরকার; এমনই অভিযোগ করে এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন নির্ভয়া তথা দিল্লির নির্যাতিতার মা।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে আশা দেবী বলেন, কলকাতার এই ঘটনা দেখে মনে হচ্ছে যেন আমরা ২০১২-তেই রয়েছি। পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি সামলাতে ব্যর্থ হচ্ছেন মমতা। উনি দ্রুত ব্যবস্থা করতে পারছেন না। তা না করে নিজেই পথে নেমে আন্দোলন করে নাটক করছেন। অবিলম্বে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার হাসপাতালের ঘটনায় কলকাতা পুলিশের তদন্ত চলাকালীন সঞ্জয় রায় নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এখন বিষয়টি সিবিআই তদন্ত করে দেখছে। তবে কবে মিলবে দোষীদের শাস্তি? সেই নিয়ে ক্ষোভ রয়েছে গোটা দেশের জনগণের মধ্যে। বিরোধীরাও সুর চড়িয়েছে। জায়গায় জায়গায় কার্যত একটাই দাবি জোরালো হচ্ছে এবং তা হল মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতার পদত্যাগ। সেই আওয়াজেই যেন সুর মেলাবেন দিল্লির নির্ভয়ার মা।

About The Author