টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি-সিকিমের রাস্তায় ধস, যান চলাচল ব্যাহত

টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে সিকিম-কালিম্পং যাওয়ার রাস্তায় ধস নামল। ১০ নং জাতীয় সড়ক ভাঙ্গার কারণে ব্যাহত যান চলাচল। তৈরি হয়েছে বিরাট গর্ত। শ্বেতিঝোরার রাস্তার পরিস্থিতি দেখে চমকে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। এ দিকে, আরও একটি রাস্তা ভেঙে তিস্তা নদীতে গাড়ি পড়ে গিয়েছে। তিস্তার উদ্ধারকারী দল নদী থেকে দু’জনের একজনকে উদ্ধার করেছে। অপরদিকে, NH10 ভাঙার জেরে ঘুর পথে একস্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হচ্ছে। শনিবার রাত থেকেই উত্তরের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি চলছে। জলস্তর বাড়ছে নদীগুলিতেও।

About The Author