কলকাতা: গরমের খবর পড়তে পড়তে অজ্ঞান সংবাদ সঞ্চালিকা (News Anchor)। লাইভ খবর চলাকালীন জ্ঞান হারালেন কলকাতা দূরদর্শনের সংবাদ সঞ্চালিকা তথা অভিনেত্রী লোপামুদ্রা সিনহা।
বাংলা তথা দেশজুড়ে এখন তীব্র দাবদাহ শুরু হয়েছে। টিভিতে সেই সতর্কবার্তাই পড়ছিলেন দর্শকদের উদ্দেশ্যে। সেই সময় আচমকাই গলা জড়িয়ে আসতে থাকে; চোখে নেমে আসে অন্ধকার। দাবদাহের খবর পড়তে পড়তেই গরমে অসুস্থ হয়ে পড়েন লোপামুদ্রা। ঘটনার একদিন পর সামাজিক মাধ্যমে জানান নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা।
লোপামুদ্রা বলেন, তাঁর ২১ বছরের কর্মজীবনে এমন ঘটনা এই প্রথম। ওইদিন সকাল সাড়ে আটটার খবর পড়ার সময়ই তীব্র গরমে অসুস্থ বোধ করেছিলেন তিনি। সেদিন এসিও চলছিল না। সামনে জলের বোতলও ছিল না। আধঘণ্টার খবর পড়ে প্রায় শেষ দিকে এসেই ঘটল বিপত্তি। সেই সময় তিনি তীব্র দাবদাহের প্রতিবেদন পড়ছিলেন। তারপরই ঘটে এই ঘটনা। চেয়ারে হেলে পড়েন তিনি। শেষে কিছু না বলেই শেষ করতে হয় নিউজ বুলেটিন। ভিডিও বার্তায় সবাইকে সতর্ক করে বলেন, এই গরমে জল এবং ORS খেতে। সেই সঙ্গে সবুজ গাছপালা পরিবেশের জন্য কতটা প্রয়োজনীয় তাও জানান অভিনেত্রী।