শুল্ক যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি চাপ ভারতের উপর, ‘বিরক্ত’ নয়াদিল্লি

নয়াদিল্লিঃ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতিতে সবচেয়ে বেশি চাপ পড়ল ভারতের উপর। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত নির্দেশনামায় ভারতের উপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত জানানো হয়েছে, যেখানে পাকিস্তানের ক্ষেত্রে তা মাত্র ১৯ শতাংশ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার উপর চাপানো হয়েছে ২০ শতাংশ করে।

  • পাকিস্তানের উপর শুল্ক ১৯%
  • বাংলাদেশের উপর শুল্ক ২০% (পূর্বে ৩৭%)
  • ভারতের উপর শুল্ক ২৫%, সঙ্গে জরিমানার হুমকি

এই সিদ্ধান্তকে ঘিরে নয়াদিল্লিতে অসন্তোষের সুর স্পষ্ট। সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া না এলেও সূত্রের খবর, বাণিজ্য মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক যৌথভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। ভারতের এক শীর্ষস্থানীয় বাণিজ্য বিশ্লেষক বলেন, “আমেরিকার এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক বার্তাও বহন করে। পাকিস্তানকে শুল্কে ছাড় দিয়ে ভারতকে শাস্তি দেওয়ার মতো বার্তা এতে রয়েছে।”

ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাশিয়া থেকে খনিজ তেল ও অস্ত্র আমদানির কারণে ভারতের উপর বাড়তি শুল্ক চাপানো হয়েছে। এমনকি ভবিষ্যতে আরও জরিমানার সম্ভাবনার কথাও বলা হয়েছে। এই প্রসঙ্গে নয়াদিল্লির এক কূটনীতিক বলেন, “ভারতের সার্বভৌম সিদ্ধান্তকে শুল্ক দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা অগ্রহণযোগ্য।”

বিশ্লেষকদের মতে, এই শুল্কনীতি ভারতের রপ্তানি খাতে বড় ধাক্কা দিতে পারে। বিশেষত, তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল খাতে মার্কিন বাজারে প্রতিযোগিতা বাড়বে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে।

তবে ভারত সরকার এখনও পর্যন্ত আলোচনার পথেই এগোতে চাইছে। সূত্রের খবর, ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষি চালু রয়েছে এবং শুল্ক পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।

About The Author