লেখা হল নয়া ইতিহাস! মহাকাশ স্টেশনে এই প্রথম পা পড়ল ভারতের

মহাকাশ ষ্টেশনে এই প্রথম পা রাখল ভারত।

বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ স্পেশ ষ্টেশনে আনুষ্ঠানিক ভাবে পা পড়ল ভারতের। অ্যাক্সিয়ম-৪ মিশনের ক্রু সদস্যেরা সফল ভাবেই এন্ট্রি নিলেন স্পেশ ষ্টেশনে।

মহাকাশে তৈরি হল নয়া ইতিহাস! মহাকাশ স্টেশনে এই প্রথম পা রাখলেন কোনও ভারতীয়। সন্ধ্যা ৬টা নাগাদ স্পেশ ষ্টেশনে এন্ট্রি নিলেন শুক্লারা। দেখুন সেই ভিডিও।

About The Author