রাজগঞ্জের চারটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। বুধবার রাজগঞ্জের বিন্নাগুড়ি, শিকারপুর, মান্তাদাড়ি এবং পানিকাউরি অঞ্চলের বোর্ড গঠন হল। নতুন প্রধান হয়েছেন, বিন্নাগুড়িতে সমিজুদ্দিন আহমেদ, শিকারপুরে প্রভা কুজুর, মান্তাদাড়িতে অর্চনা রায় এবং পানিকাউরিতে পাপিয়া সরকার।
নবনির্বাচিত প্রধান-উপপ্রধানের তালিকা
জিপি | প্রধান | উপপ্রধান |
বিন্নাগুড়ি | সমিজুউদ্দিন আহমেদ | মিনতী রায় |
মান্তাদাড়ি | অর্চনা রায় | রামু ওঁরাও |
শিকারপুর | প্রভা কুজুর | রজনীকান্ত রায় |
পানিকাউরি | পাপিয়া সরকার | বিমল রায় |
প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে প্রতিটি অঞ্চলেই সবথেকে বেশী আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে বিজেপির আসন দখলের বিষয়টি উল্লেখযোগ্য।
জিপি | আসন | তৃণমূল (TMC) | বিজেপি (BJP) | সিপিএম (CPIM) | নির্দল / অন্য |
বিন্নাগুড়ি | ৩০ | ১৮ | ১০ | ২ | ০ |
মান্তাদাড়ি | ২০ | ১১ | ৯ | ০ | ০ |
পানিকাউরি | ২৪ | ১৪ | ১০ | ০ | ০ |
শিকারপুর | ২৭ | ১৬ | ৯ | ১ | ১ |
শিকারপুর অঞ্চলে শেষে সিপিএম এবং নির্দলে জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে বলে খবর। বুধবার নতুন প্রধান হিসেবে শপথ গ্রহণের পর বাইরে বেরিয়ে আসতেই গলায় ফুলের মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে তাদেরকে স্বাগত জানান কর্মী সমর্থকেরা। বোর্ড গঠনে যাতে কোনও অশান্তি না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছিল পুলিশ।