ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পশ্চিম তীরের মাআলে আদুমিমে একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে বিতর্কিত E1 অঞ্চলে বসতি সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে দেশটি।
এই অঞ্চলটি জেরুজালেমের পূর্বদিকে অবস্থিত এবং প্রায় ১২ বর্গকিলোমিটার বিস্তৃত। সেখানে ৩,৪০০ নতুন ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা পশ্চিম তীরকে কার্যত দুই ভাগে বিভক্ত করে দেবে।
চুক্তি স্বাক্ষরের সময় নেতানিয়াহু বলেন, “প্যালেস্তাইন বলে কোনও দেশ থাকবে না। এই জায়গা আমাদের। আমরা প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি।” তিনি আরও জানান, মাআলে আদুমিম শহরের জনসংখ্যা দ্বিগুণ করা হবে।
আন্তর্জাতিক মহল এই প্রকল্পকে ভবিষ্যতের শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা হিসেবে দেখছে। জাতিসংঘের মতে, পশ্চিম তীরের সব বসতি আন্তর্জাতিক আইনে অবৈধ। এই পদক্ষেপের ফলে পূর্ব জেরুজালেমের সঙ্গে পশ্চিম তীরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
ফলে অঞ্চলটির রাজনৈতিক ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। প্যালেস্তাইন নেতৃত্ব এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিই শান্তির একমাত্র পথ।