কলকাতা: প্রত্যাশা পূরণ না হওয়ায় বুধবার মোদী-শাহকে চিঠি লিখে বিজেপি ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। লিখলেন, তাঁর পক্ষে আর বিজেপি করা সম্ভব না। যদিও তিনি এই মুহূর্তে বিজেপির কোনও পদে ছিলেন না। বিজেপির একজন সদস্য হিসেবেই ছিলেন। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে বিজেপি ছাড়ার কথা জানালেন চন্দ্র বোস।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেন চন্দ্র। যোগ দিয়েই মমতার বিরুদ্ধে সেখানে প্রার্থী হন ভবানীপুরে। সে বারে মমতার কাছে হারের পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও কলকাতা দক্ষিণ আসনে তৃণমূলের প্রার্থীর কাছে হেরে যান। ২০২০ সালে রাজ্য বিজেপির সহ-সভাপতি পদ থেকেও সরানো হয় তাঁকে। এর পরে বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে বিজেপির মতানৈক্য তৈরি হয়।
তবে এদিন কারণ হিসাবে সেসব কথা উল্লেখ করেননি তিনি। ইস্তফাপত্রে জানিয়েছেন, তিনি যে লক্ষ্য নিয়ে, যে আদর্শের কথা ভেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন তা পূর্ণ না হওয়াতেই এই সিদ্ধান্ত। যদিও তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন কি না, সেই বিষয়ে কোনও ইঙ্গিত মেলেনি। প্রসঙ্গত, সম্প্রতি ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সর্বদল বৈঠক ডাকলেও সাড়া দেয়নি বিজেপি। তবে বৈঠকে গিয়েছিলেন বিজেপির চন্দ্র।