Nepal Plane crash: ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা নেপালে, ১৯ জনের মৃত্যু

ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা নেপালে। ১৯ যাত্রীকে নিয়েই ভেঙে পড়ল বিমানটি। দুর্ঘটনার পর আগুনে পুড়ে গেল বেশিরভাগ অংশ। বুধবার সকাল ১১টা নাগাদ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।

টেক অফের পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাহাড়ের মাঝে। তারপরেই তাতে আগুন ধরে যায়। বিমানটিতে ১৯ জন যাত্রী ছিলেন। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। সংবাদ মাধ্যম ANI এর মতে , ২২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হতচকিত আন্তর্জাতিক টুরিস্টরা।

প্রশ্ন উঠছে, বারংবার নেপালে কেন বিমান দুর্ঘটনা ঘটছে? বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি দেশটিতে প্রতিকূল আবহাওয়া অনেক সময় এই ধরনে ঘটনার পেছনে থাকে।  গত ১৪ বছরে অন্তত ১২টি এমন দুর্ঘটনা রয়েছে, যাতে অনেক প্রাণহানীর ঘটনা ঘটেছে। তার সঙ্গে যোগ হল বুধবারের বিমান দুর্ঘটনা।