চাপের মুখে সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নিল Nepal

নেপালে তরুণদের আন্দোলনের চাপে সমাজমাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার। ছাত্র-যুবদের প্রতি বিক্ষোভ প্রত্যাহারের আবেদন জানালেন মন্ত্রী।

কাঠমান্ডু: নেপালে তরুণ প্রজন্মের প্রবল আন্দোলনের মুখে নতি স্বীকার করল সরকার। সমাজমাধ্যমে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এক জরুরি মন্ত্রিসভা বৈঠকের পর।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং জানিয়েছেন, Gen Z-এর দাবিকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, পূর্ববর্তী নিষেধাজ্ঞার সিদ্ধান্তে সরকারের কোনও অনুশোচনা নেই।

গত কয়েক দিনে আন্দোলন চরমে পৌঁছায়, পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ১৯ জন। পরিস্থিতি সামাল দিতে সংসদ ভবনের আশেপাশে জারি হয় কারফিউ।

প্রতিবাদীদের দাবি ছিল, “দুর্নীতি বন্ধ করো, সমাজমাধ্যম নয়”, “Unban social media”, “Youths against corruption” । সরকার জানিয়েছে, TikTok বাদে বেশ কয়েকটি প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, যার মধ্যে ছিল Facebook, Instagram, WhatsApp, YouTube, Snapchat প্রভৃতি।

এখন আন্দোলন থামাতে ছাত্র ও যুব সম্প্রদায়ের প্রতি আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, ঘটনার তদন্তে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

About The Author