২০২৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২০২৫ সালে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি—দুজনকেই ক্ষমতা ছাড়তে বাধ্য করল তরুণদের নেতৃত্বে গণআন্দোলন।
বাংলাদেশে আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কোটা ব্যবস্থার বিরুদ্ধে। “Students Against Discrimination” নামে একটি ছাত্র সংগঠন আন্দোলনের নেতৃত্ব দেয়। সরকারি দমনপীড়নের মুখেও আন্দোলন থামেনি। শেষপর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
নেপালে আন্দোলনের সূচনা হয় সমাজমাধ্যম নিষেধাজ্ঞার প্রতিবাদে। Gen Z তরুণরা রাস্তায় নামে, পরে আন্দোলন রূপ নেয় দুর্নীতিবিরোধী গণঅভ্যুত্থানে। সংসদ ভবন, মন্ত্রীদের বাড়িতে আগুন, ২০ জনের মৃত্যু—এই সবের মধ্যেই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ওলি।
দুই আন্দোলনের মিল:
- নেতৃত্বে তরুণ প্রজন্ম
- শুরু হয় একটি নীতিগত ইস্যু থেকে, পরে রূপ নেয় গণবিক্ষোভে
- দমনপীড়নের পরেও আন্দোলন থামেনি
- শেষপর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন দুই প্রধানমন্ত্রী
বিশ্লেষকদের মতে, এটি “Asian Autumn”—যেখানে দক্ষিণ এশিয়ার তরুণরা গণতন্ত্র, স্বচ্ছতা ও ডিজিটাল অধিকার রক্ষায় রাস্তায় নেমেছে।