নেপালে ছাত্র-যুব বিদ্রোহে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, ইস্তফা দাবি

নেপালে ‘Gen Z’ আন্দোলনের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে রাজধানী কাঠমান্ডু। সরকার কর্তৃক ২৬টি সমাজমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসে।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েলের ব্যক্তিগত বাসভবনে ঢুকে তাঁর ছবি ভাঙচুর করে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। একইসঙ্গে আগুন দেওয়া হয় তথ্য ও যোগাযোগমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙ্গের বাড়িতেও।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবি উঠেছে সরবভাবে। “KP চোর, দেশ ছাড়”—এই স্লোগানে মুখরিত হয় রাজপথ।

সোমবারের সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, আহত ৩০০-এর বেশি। গুলি, জলকামান, টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলন দমন করেছে পুলিশ।

এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী প্রদীপ পাউডেল পদত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী ওলি এখনও পদত্যাগ করেননি, তবে তিনি সর্বদলীয় বৈঠক ডেকেছেন এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

About The Author