নেপালে ভূমিকম্পে মৃত বেড়ে ১৫৭, সাহায্যের হাত বাড়াল ভারত

নেপালে গতরাতের ভূমিকম্প মনে করাল ২০১৫ সালের কথা। শুক্রবার রাতে ফের ভয়ানক দুলে উঠল নেপাল। আর তার ফলে এখনও পর্যন্ত প্রায় ১৫৭ জন প্রান হারিয়েছেন। বিধ্বস্ত ঘরবাড়ি, জনপদ। নেপালের এমন দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত।

টেকটনিক প্লেটের অস্থিরতার কারণে বারবার কেঁপে উঠছে নেপাল। শুক্রবার রাত তখন ১১টা ৪৭ মিনিট। নেপালে ৬.৪ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মাটি। গুঁড়িয়ে গেল বহু ঘরবাড়ি। প্রাণ হানি ঘটল বিপুল। যা মনে করাল ২০১৫ সালের কথা। সেবারে ৮ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। গতরাতের শক্তিশালী ওই ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দিল্লি বিহারের জনপদও। এই কম্পনের কেন্দ্রস্থল জাজারকোটে। সেখানেই সব থেকে বেশি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জাজারকোটে প্রায় ৫০ জন মারা গিয়েছেন। শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ভূমিকম্প হয়। যার উৎসস্থল ছিল ১০ কিমি গভীরে। নেপাল সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজ ঘুরে দেখলেন। এই ঘটনায় শোক ব্যক্ত করে সাহায্যের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।

About The Author