সাতসকালে কেপে উঠল উত্তরবঙ্গের মাটি। রবিবার সকাল ৭টা বেজে ৫৮ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। যার তীব্রতা ছিল ৫.৫। ভূমিকম্পের উৎসস্থল নেপালের ধিতুং এলাকায়। গভীরতা ছিল ১০ কিমি।
যদিও মারাত্মক ক্ষয়ক্ষতির কোনও খবর নেই (খবর লেখা পর্যন্ত)। তবে ছুটির সকালে আচমকা কম্পন অনুভূত হওয়ায় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে।
উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় সকালের ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। দার্জিলিং তথা শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কিছু এলাকা থেকে এই ঘটনা খেয়াল করেছেন মানুষ।