‘গোল্ডেন আর্ম’-এর সম্মান! টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল হলেন নীরজ

নয়াদিল্লি: ভারতের ক্রীড়াজগতের উজ্জ্বলতম মুখ নীরজ চোপ্রা এবার সেনাবাহিনীর সম্মানেও ভূষিত হলেন। দিল্লির সাউথ ব্লকে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং Olympic Champion নীরজ চোপ্রাকে টেরিটোরিয়াল আর্মির সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মানসূচক পদ অনুমোদন করেন আগেই।

নীরজ ২০১৬ সালে রাজপুতানা রাইফেলসে যোগ দেন। তাঁর ক্রীড়া কৃতিত্বের মধ্যে রয়েছে—

Tokyo 2020 Olympics: জ্যাভলিনে সোনা

Paris 2024 Olympics: রূপো

World Athletics Championships 2023: সোনা

Personal Best (2025): ৯০.২৩ মিটার থ্রো—ভারতের ইতিহাসে নজিরবিহীন

রাজনাথ সিং বলেন, “নীরজ চোপ্রা হলেন অধ্যবসায়, দেশপ্রেম ও উৎকর্ষের প্রতীক।” তাঁর শৃঙ্খলা, নিষ্ঠা ও জাতীয় গর্ব সেনাবাহিনীর জন্যও অনুপ্রেরণা।

নীরজ ইতিমধ্যেই পেয়েছেন পদ্মশ্রী, খেলরত্ন, অর্জুন পুরস্কার, এবং বিশিষ্ট সেবা পদক। এই সম্মান শুধু ক্রীড়াজগত নয়, জাতীয় সেবার সঙ্গে ক্রীড়ার সংযোগের প্রতীক হয়ে উঠেছে।

About The Author