অলিম্পিক্সের পর এবার বিশ্ব চ্যাম্পিয়ন, তবে একটা আক্ষেপ রয়েই গেল নীরজের

অলিম্পিক্স চ্যাম্পিয়ন হওয়ার এবার তাঁর মাথায় বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট উঠল ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার মাথায়। তাঁকে নিয়ে ফের মাতলেন দেশের মানুষ।

রবিবার বুদাপেস্টে সেই ‘ডবল’ পূর্ণ করার পর ভারতের ‘সোনার ছেলে’ বললেন, ‘সবাই বলতেন যে এই পদকটা বাকি আছে। সেটা আজ জিতলাম।’ তবে একটা আক্ষেপ রয়ে গেল তাঁর।

তিনি জানিয়েছেন, বুদাপেস্টেই ৯০ মিটারের গণ্ডি পার করে ফেলবেন বলে আশা করেছিলেন। এবারেও সেটা হল না। ৮৮.১৭ মি দূরত্বে জ্যাভলিন ছোড়েন নীরজ। আগামিদিনে সেই স্বপ্নের ৯০ মিটারের বেড়া পেরিয়ে যাওয়ার জন্য আরও পরিশ্রম করবেন।

নীরজ চোপড়া প্রথম ভারতীয় হিসেবে ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ইভেন্টে জয়ের পর এবারে অ্যান্ডারসন পিটার্সকে সরিয়ে বিশ্বের এক নম্বর স্থান দখল করলেন তিনি। এবারে পাকিস্তানের আরশাদ নাদিমকে পাশে রেখে এক নম্বর স্থান দখল করলেন নীরজ।

About The Author