বিশ্বসেরা নীরজ চোপড়া! ১৪৪৫ পয়েন্ট নিয়ে জ্যাভলিন বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে ফিরলেন অলিম্পিক বিজয়ী নীরজ চোপড়া। ২টি আন্তর্জাতিক শিরোপা, সঙ্গে ৯০ মিটারের ঐতিহাসিক থ্রো = ২০২৫-এ ‘গোল্ডেন’ কামব্যাক। শীর্ষ ৩-এ নেই পাকিস্তানের আরশাদ নাদিম।
অলিম্পিক চ্যাম্পিয়ন এবং ভারতীয় জ্যাভলিন সেনসেশন নীরজ চোপড়া আবারও জ্যাভলিন থ্রো-এর বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ফিরলেন। ২০২৫ সালের দাপুটে পারফরম্যান্সের সুবাদে ১৪৪৫ পয়েন্ট নিয়ে তিনি এই মুহূর্তে বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার।
নীরজ চলতি মৌসুমে প্যারিস ডায়মন্ড লীগে জয়, অস্ট্রাভা গোল্ডেন স্পাইক-এ সোনা এবং দোহা ডায়মন্ড লীগে প্রথমবার ৯০.২৩ মিটার থ্রো করার মতো অসাধারণ সাফল্য অর্জন করেছেন। মরসুম শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার পোচ ইনভিটেশনালে ৮৪.৫২ মিটার থ্রো দিয়ে।
বিশ্ব অ্যাথলেটিক্সের সর্বশেষ র্যাঙ্কিং তালিকায় গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ১৪৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং জার্মানির জুলিয়ান ওয়েবার ১৪০৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। পাকিস্তানের আরশাদ নাদিম, যিনি ২০২৪ প্যারিস অলিম্পিকে নীরজকে হারিয়ে সোনা জিতেছিলেন, এবার তালিকার চতুর্থ স্থানে নেমে এসেছেন (১৩৭০ পয়েন্ট)।
পিটার্সের কাছে একসময় র্যাঙ্কিং হারানো নীরজ ২০২৫ সালে দুর্দান্ত কামব্যাক করেছেন। প্যারিসে ওয়েবারকে ৮৮.১৬ মিটার থ্রো এবং পরে ৮৫.২৯ মিটারে পরাজিত করে চূড়ান্ত শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
ভারতের ক্রীড়াজগতের জন্য এটি নিঃসন্দেহে একটি গর্বের মুহূর্ত, বিশেষ করে অলিম্পিকের আগে দেশের আত্মবিশ্বাসে নতুন রঙ লাগালেন নীরজ।