ভারত ও আমেরিকার মহাকাশ গবেষণায় শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। বুধবার বিকেল ৫টায়, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হতে চলেছে বিশ্বের প্রথম দ্বৈত ফ্রিকোয়েন্সি রাডার উপগ্রহ— NASA-ISRO Synthetic Aperture Radar বা সংক্ষেপে ‘NISAR’।
এই উচ্চ প্রযুক্তির কৃত্রিম উপগ্রহটির ওজন প্রায় ২,৮০০ কেজি, যা GSLV Mk-II রকেট দ্বারা ৭৪৭ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে। সেখান থেকে পৃথিবীর ছবি ও উপাত্ত পাঠাবে নিসার।
কী কী কাজ করবে ‘নিসার’?
- দ্বৈত রাডার ফ্রিকোয়েন্সি (L-band ও S-band) ব্যবহার করে
- ভূপৃষ্ঠের মিলিমিটার স্তরের পরিবর্তন শনাক্ত
- জলবায়ু পরিবর্তন ও বনের অবস্থা নিরীক্ষণ
- হিমবাহ, ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ
- দিন-রাত এবং সব ঋতুতে উচ্চ রেজোলিউশনের পৃথিবীর ছবি তোলা
নিসার হতে চলেছে বৈজ্ঞানিক এবং মানবিক প্রয়োজনে এক গুরুত্বপূর্ণ হাতিয়ার—বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং বাস্তুতন্ত্র বিশ্লেষণে। বিশ্বজুড়ে গবেষকরা মনে করছেন, এটি পরিবেশগত নিরীক্ষায় একটি গেম-চেঞ্জার হতে চলেছে।
এই প্রেক্ষিতে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, “এটি ISRO ও NASA’র প্রথম যৌথ পৃথিবী পর্যবেক্ষণ প্রকল্প, যা ভারতের বৈজ্ঞানিক দক্ষতা ও আন্তর্জাতিক সহযোগিতার নিদর্শন।”