সব ঝামেলা মিটিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। শুক্রবার NDA-র সংসদীয় বৈঠকে জোটের নেতা হিসাবে তাঁকে সমর্থন জানিয়েছে জোটের সব দল। এরপর আনুষ্ঠানিকভাবে সরকার গড়ার আর্জি নিয়ে ৭ জুন বিকেলেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে রাষ্ট্ররতি দই-চিনি খাইয়ে স্বাগজ জানান। প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্তি পত্র তুলে দেওয়া হয় মোদীর হাতে।
রবিবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে শপথ নিতে চলেছেন মোদী। রাষ্ট্রপতিভবনের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যায় ৭.১৫ থেকে শুরু হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান। সেই দিন নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রিসভা শপথ নেবে।
উল্লেখ্য, ২০২৪ লোকসভা ভোটে বিজেপির দখলে রয়এছে ২৪০ টি আসন। ম্যাজিক ফিগার ২৭০ থেকে ৩২ টি দূরে রয়েছে বিজেপি। এই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি টিডিপি ও জেডিইউর মতো দল থেকে পেয়েছেন সমর্থন। এনডিএ জোটের এই দলগুলির সমর্থনে এবার মোদী ৩.০ সরকারে কোন কোন পার্টি থেকে কতজন মন্ত্রী হচ্ছেন, সেদিকে তাকিয়ে দেশ। রিপোর্ট বলছে, নীতীশ এবং চিরাগের সম্মিলিত দাবি, বিহারকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হোক। ওদিকে চন্দ্রবাবু নাইডুও অন্ধ্রের জন্য একাধিক দাবি সামনে রেখেছেন। তার মধ্যে অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদা সহ একাধিক দাবি রয়েছে। চূড়ান্ত মন্ত্রীসভার তালিকা রবিবারই রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন মোদী।