Narendra Modi: ‘দুর্ঘটনা কিভাবে হল?’ একমাত্র জীবিত যাত্রীকে প্রশ্ন প্রধানমন্ত্রীর

শুক্রবার সকালে আহমেদাবাদে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার যেখানে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ছিল, এদিন সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে ২৪২ জনের মধ্যে একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশের সঙ্গে কথা বলেন। প্রসঙ্গত, গুজরাতের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী এই রমেশ। তিনি লন্ডন যাচ্ছিলেন।

কিভাবে বেঁচে ফিরলেন? দুর্ঘটনা ঘটলো কিভাবে? বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী রমেশকে জিজ্ঞেস করেন প্রধানমন্ত্রী মোদী।

কিভাবে হল এই ঘটনা? উত্তরের রমেশ জানালেন আশ্চর্যজনকভাবে তিনি বেঁচে গিয়েছেন। তিনিও হয়তো বাঁচবেন না এমনটাই ভেবেছিলেন। তবে প্লেনটি যখন হোস্টেলে ধাক্কা মারে তখন তার পাঁশটি বিল্ডিঙয়ের গ্রাউন্ড ফ্লোর স্পর্শ করে, আর উনি কোনওমতে প্রাণ হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন।

প্রসঙ্গত, গতকালের এই মর্মান্তিক দুর্ঘটনার পর সব মিলিয়ে ২৬৫ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেক যাত্রীর দেহ শনাক্ত করাই যায়নি। দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে বলে সুত্রের খবর। আহমেদাবাদ সিভিল হাসপাতালে সংগ্রহ করা হয়েছে মৃতদের ডিএনএ।

About The Author