Narendra Modi: নিতিশ-নাইডুর সমর্থনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী

মোদী সরকারের তৃতীয়বার ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত। সরকার গড়তে লাগত ২৭২ আসন। বিজেপি জয়ী ২৪০ আসনে। মোদীকে সমর্থন দিয়ে নিতিশ, নাইডুরা বাকি ৩২ আসনের সমর্থন জোগাল। এনডিএ শরিকরা সেই সমর্থন দেওয়ার পরই তৃতীয়বার মোদী সরকারের ফেরা এখন প্রায় পাকা। সূত্রের খবর, এনডিএ-র সমস্ত সদস্যই, জোটের নেতা অর্থাৎ প্রধানমন্ত্রীর পদের প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন।

অন্যদিকে, দিল্লিতে ইন্ডিয়া জোট নেতাদের বৈঠকও হয়েছে আজ। এনডিএ জোটের বৈঠকে নিতিশ-নাইডু সমর্থন দেওয়ায় ইন্ডিয়া জোটের সরকার গঠনের আশায় কার্যত জল পড়ে গিয়েছে। তবে কংগ্রেস বিজেপির রাজনৈতিক পরাজয় নিয়ে অনেকটা উৎসাহিত।

সুত্রের খবর, এই শনিবারই শপথ নিতে চলেছেন মোদী। সেই অনুষ্ঠানে পার্শ্ববর্তী দেশ ভূটান, বাংলাদেশ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীদের আমন্ত্রন জানাতে পারেন মোদী।

About The Author