জাতপাতের বলি! বাবা-দাদার হাতে খুন হতে হল প্রেমিককে। মৃত প্রেমিকের হাত থেকেই সিঁদুর নিল মেয়ে। মহারাষ্ট্রের নানদেদে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা।
আঁচল নামের তরুণীর প্রেমিক সক্ষম তাতেকে তাঁর বাবা ও দুই দাদা মিলে নৃশংসভাবে খুন করেন। জানা গিয়েছে, আঁচল ও সক্ষম দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন এবং পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন।
কিন্তু আঁচলের পরিবার সেই সম্পর্কের বিরোধিতা করে আসছিল। বৃহস্পতিবার সকালে আঁচলের বাবা ও দাদারা সক্ষমকে বেধড়ক মারধর করে এবং শেষে ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সক্ষমের।
খবর পেয়ে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু যা ঘটল তার পর, তা আরও চাঞ্চল্যকর। ময়নাতদন্ত শেষে সক্ষমের দেহ বাড়িতে পৌঁছলে আঁচল সেখানে উপস্থিত হয়ে মৃত প্রেমিকের শরীরে হলুদ মাখান এবং তাঁর হাত দিয়েই কপালে সিঁদুর নেন।
তিনি ঘোষণা করেন, জীবিত না হলেও সক্ষমই তাঁর স্বামী এবং তিনি তাঁর বিধবা হিসেবেই বাকি জীবন কাটাবেন। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। আঁচল প্রকাশ্যে দাবি করেছেন, তাঁর বাবা ও দাদাদের কঠোর শাস্তি হওয়া উচিত। সমাজে জাতভেদের নামে এমন হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।

