কাজে ফিরলেন না জুনিয়র ডাক্তারেরা, নবান্নের ডাকেও নিরুত্তর

কলকাতা: সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের। না হলে, রাজ্যের তরফে কোনও পদক্ষেপ হলে তার দায় উচ্চ আদালত নেবে না। তবে কোর্টের এমন মন্তব্যের পরও আন্দোলনে অনড় রইলেন ডাক্তাররা। এদিনই স্বাস্থ্য ভবন অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। কাজে যোগ না দিয়ে নিজেদের দাবি জানান আন্দোলনকারীরা।

বিকেলে ৫টার পরই নবান্নের তরফে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠানো হয়। সেখানে বলা হয়, নবান্নে এসে আলোচনায় শামিল হতে। তবে নবান্নের ডাকেও সাড়া দেননি কেউ। জানা গেল, প্রতিবাদী ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেউ আসেনি দেখে উনি শেষে বেরিয়ে যান। পাল্টা, আন্দোলনকারী ডাক্তারদের অভিযোগ, ইমেল মারফত ডেকে অপমান করেছেন স্বাস্থ্য সচিব।

About The Author