কলকাতা: নবান্ন অভিযানে অংশ নিয়ে শনিবার জখম হলেন RG কর নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, পার্কস্ট্রিট মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় মহিলা পুলিশের লাঠির আঘাতে তাঁর কপালে চোট লাগে এবং হাতের শাঁখা ভেঙে যায়।
এই অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপি নেতারা, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কৌস্তুভ বাগচী ও প্রীতম দত্ত। ধর্মতলা থেকে শুরু হওয়া মিছিল পার্কস্ট্রিটে পুলিশি ব্যারিকেডে আটকে যায়। পরে রেসকোর্সের পাশ দিয়ে নির্ধারিত পথে এগোতে গেলে ফের তাঁদের পথ আটকায় পুলিশ।
নির্যাতিতার বাবা অভিযোগ করেন, তাঁদের গাড়ি বারবার আটকানো হয়েছে, যদিও হাই কোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পুলিশের ব্যারিকেড নিয়ে প্রশ্ন তোলেন।