নবান্ন অভিযানের ক্যাম্পে বাধা, সাঁতরাগাছিতে পুলিশের সঙ্গে বচসায় শুভেন্দু

কলকাতা: নবান্ন অভিযানের প্রস্তুতিতে সাঁতরাগাছিতে অস্থায়ী ক্যাম্প তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শুক্রবার সকালে জল ও চিকিৎসার ব্যবস্থা করতে স্বেচ্ছাসেবকদের জন্য ক্যাম্প তৈরি হচ্ছিল। সেই সময় হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা সেখানে উপস্থিত হয়ে বাধা দেন বলে অভিযোগ।

এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পুলিশের সঙ্গে তাঁর বচসা হয়। শুভেন্দু বলেন, “গাড়ি থেকে মাল নামাতে দেওয়া হয়নি। আমি কাকতালীয়ভাবে তখনই সেখান দিয়ে যাচ্ছিলাম। না গেলে হয়তো ওদের তাড়িয়েই দিত। পুলিশ তো রেলের জায়গায় ঢুকেছে। আমি রেলকে জানিয়েছি।”

তিনি আরও বলেন, “এটা সরকার বিরোধী আন্দোলন, রাজনৈতিক নয়। ছাত্রসমাজের ছেলেরাই স্বেচ্ছাসেবকের কাজ করছে।”

প্রসঙ্গত, ৯ আগস্ট ধর্ষণ ও খুনের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী সেই আন্দোলনে দলীয় পতাকা ছাড়াই অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। যদিও ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট’ আগেই জানিয়েছে, তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে মিছিলে হাঁটবে না।

শুভেন্দু বলেন, “তিলোত্তমার বাবা-মা নেতৃত্ব দেবেন। আমরা তাঁদের পাশে থাকব। তাঁরা যেমন চাইবেন, তেমনটাই হবে।”

About The Author