নবান্ন অভিযানে জখম নির্যাতিতার মা, দায় এড়াতে পারেন না শুভেন্দুরাও, বলল অভয়া মঞ্চ

কলকাতা:  নবান্ন অভিযানে অংশ নিয়ে জখম হয়েছেন আরজি করের নির্যাতিতার মা। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও, অভয়া মঞ্চ সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর সমর্থকদেরও দায়ী করেছে।

শনিবারের অভিযানে নির্যাতিতার মা-বাবাই ডাক দিয়েছিলেন, যার সমর্থনে এগিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর আহ্বানে বিজেপি নেতা-কর্মীরাও অভিযানে যোগ দেন।

অভয়া মঞ্চের আহ্বায়ক তমোনাশ চৌধুরী বলেন, “আমরা এক বছর অভয়ার বাবা-মাকে নিয়ে পথ চলেছি, মিছিল করেছি। কিন্তু এমন ঘটনা ঘটেনি। আজ ঘটল, তাই এটাও বলতে হবে।”

এদিন হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভে অংশ নেন নদিয়ার কালীগঞ্জের নির্যাতিতার মা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এই সরকারের বদল না হলে কোনও নির্যাতিতা বিচার পাবে না।”

অভয়া মঞ্চের তরফে জানানো হয়, মিছিল আর এগোবে না। হাজরা মোড়ে মঞ্চ বেঁধে প্রতিবাদ চলবে। পুলিশের ব্যারিকেডের সামনে গিয়ে শঙ্খ বাজিয়ে এক পুলিশ কর্তার হাতে রাখিও পরানো হয়।

About The Author