শিলিগুড়ি: সন্ধ্যার আকাশে চাঁদের পাশ দিয়ে পরপর বিন্দুবিন্দু রহস্যময় আলো উড়ে যেতে দেখে ঘাবড়ে গেলেন অনেকেই। তাদের কাছে সেই দৃশ্য অভিনব। তাদের প্রশ্ন, এটা আবার কি অদ্ভুত ব্যাপার? এর পেছনে কোনও লৌকিক বা অলৌকিক কান্ড কারখানা নেই তো?
বুধবার সন্ধ্যায় সাড়ে সাতটার কিছু পরে পশ্চিম আকাশে চাঁদের পাশ দিয়ে এমনই ছবি ধরা পড়ল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। আমজনতার মধ্যে সেই ছবি নানা প্রশ্ন তৈরি করেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উত্তর জানতে চেয়েছেন। আবার অনেকে সীমান্তে দুই দেশের উত্তেজনার সঙ্গে এই ঘটনার যোগসুত্র খুঁজতে চেষ্টা করছেন। তবে এতে শুধু শুধু ভয় পাওয়ার কিছু নেই।
আসলে এই ঘটনাকে বলা হয় ‘স্যাটেলাইট ট্রেন’ অর্থাৎ অনেকগুলি স্যাটেলাইট পরপর যখন আকাশ দিয়ে বিচরণ করে তখন এমন বিন্ন্যাস তৈরি হয়। সন্ধ্যা রাতে পশ্চিম আকাশে সূর্য বা চাঁদের আলোর প্রতিফলনে সেগুলিকে এভাবে আলোর বিন্দু হিসেবে দেখা যায়।
এই স্যাটেলাইটগুলি আসলে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী ইলন মাস্কের সংস্থা স্টারলিংক-এর স্যাটেলাইট। অনেকগুলি স্যাটেলাইট পরপর বিচরণ করে বলেই একে ‘স্যাটেলাইট ট্রেন’ বলা হয়। এই নিয়ে অহেতুক আতঙ্কের কিছুই নেই।

